গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২৪

গফরগাঁওয়ে ৫ শতাধিক অসচ্ছল পরিবার পেল ঈদ খাদ্যসামগ্রী

ছবি: প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৫ শতাধিক এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুস্থ ও অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে কাতার চ্যারিটি সংস্থার উদ্যোগে এবং লামকাইন হোসেন আলী-জাহেদা খাতুন এতিমখানার আয়োজনে এতিমখানার প্রাঙ্গণে অসহায়দের হাতে ঈদ খাদ্যসামগ্রী তুলে দেন এতিমখানার পরিচালক সাইফুর রহমান প্রবাল।

এই খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে সুগন্ধি চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল, লবণ ও গুড়া দুধ। এ সময় কাতার চ্যারিটি সংস্থার মিডিয়া প্রতিনিধি মঈন, অফিস প্রতিনিধি ফারুক আহমেদসহ স্থানীয় যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এতিমখানা পরিচালক সাইফুর রহমান প্রবাল বলেন, প্রতি বছরের ন্যায় এবারো এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শীতবস্ত্র ও দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,গফরগাঁও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close