হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০২৪

হাতিয়া পুকুরে মিলল ১০০ রুপালি ইলিশ

ছবি: প্রতিদিনের সংবাদ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি পুকুরে মিলল ইলিশ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। এর আগে গত বুধবার সকালে পুকুরটি থেকে ১০ কেজি ইলিশ ধরা পড়ে।

জানা গেছে, গুচ্ছ গ্রামের পুকুরটি ৪০টি পরিবার ব্যবহার করে। এটি লিজ নিয়েছেন নিঝুম দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একটি হোটেল মালিক আবদুল মান্নান। বিশাল পুকুরে প্রায় সাত দিন ধরে সেচ দিয়ে পানি কমান তিনি। গত বুধবার সকালে পানি প্রায় কমে এলে জাল দিয়ে ১০ কেজি রুপালি ইলিশ মাছ ধরা পড়ে। গতকাল বৃহস্পতিবার সকালে আরও পানি কমিয়ে প্রায় ১০০ রুপালি ইলিশ ধরেন।

পুকুর মালিক আবদুল মান্নান বলেন, আমি দীর্ঘসময় ধরে পুকুরটি লিজ নিয়ে মাছ ধরি। প্রতি বছর কমবেশি ইলিশ পাওয়া যায় এখানে। ২০২২ সালে প্রথম ধাপে ৩৫টি ইলিশ পেয়েছিলাম। সব মিলিয়ে প্রায় ১০ কেজির উপরে। এ বছর আবার পেয়েছি ১০০টি ইলিশ পেয়েছি। আগামী ৪-৫ দিন নিয়মিত মাছ ধরা পড়বে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী জানান, জোয়ারের সঙ্গে ইলিশ মাছগুলো ঢুকে পড়ায় সেখানকার পানিতে মাছগুলো কোনোমতে টিকেছিল। তবে এসব পুকুর কিংবা সংকীর্ণ গণ্ডিতে ইলিশের প্রজনন এবং বেড়ে উঠা কোনোভাবে সম্ভব নয়। তবে মিঠাপানিতে ইলিশ কোনো করণে বেঁচে উঠলেও তা সুস্বাদু হয়না, লাভজনকও হয়না।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালীর হাতিয়া,পুকুরে মিলল ইলিশ,যুগান্তর কিল্লা গুচ্ছ গ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close