কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০২৪

মৌলভীবাজারে অভিযানে ১ হাজার  ১৭৮ কেজি ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

ছবি: প্রতীকি

মৌলভীবাজারের কুলাউড়া পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা এক হাজার ১৭৮ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ সহ চালক আব্দুল জলিলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার রাতে উপজেলা পৌরসভার একটি দোকানের সামনে এ অভিযান চালানো হয়। জলিল বড়লেখা থানার ইয়াকুব নগর গ্রামের বাসিন্দা।

অভিযান পরিচালনাকারী এসআই অপু দাশগুপ্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুলাউড়া পৌরসভার দক্ষিন বাজারস্থ হারিছ অ্যান্ড সন্স দোকানের সামনে থেকে চিনি বোঝাই একটি ট্রাক তল্লাশী করা হয়। পরে ট্রাকের ভেতর ২৬টি প্লাস্টিকের বস্তায় থাকা এক হাজার ১৭৮ কেজি ভারতীয় চিনি এবং সেই ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ট্রাক চালক আব্দুল জলিলের কাছে চিনিগুলোর বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে চালককে জিজ্ঞাসাবাদে এগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে জানায় সে। তার বিরুদ্ধে কুলাউড়া মামলা করা হয়েছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজারের কুলাউড়া,ভারতীয় চিনি জব্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close