reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০২৪

রাজধানীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থেকে মো. মমিন (১৯) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএমপির খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম এ সব তথ্য জানান।

বৃহস্পতিবার (২৮ মার্চ) খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসআই বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ভবনের আট তলার নির্মাণাধীন লিনটনে ঝুলতে দেখা যায় মমিনকে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বাবার সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ওই ভবনের ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, ‘মমিন পেশায় বেটারিচালিত রিকশাচালক। আট তলা ভবনের চার তলার একটি ফ্লাটে একপাশে আমি থাকি, অপর পাশে মমিন পরিবার নিয়ে থাকতো। ভবনটির চার তলার ওপর থেকে আট তালা পর্যন্ত নির্মাণকাজ চলছে।’

তিনি বলেন, ‘আজ ভোরের দিকে মমিন হঠাৎ আমার রুমে প্রবেশ করে। তখন আমার পরিবারের লোকজন চিৎকার দিয়ে উঠলে সে দৌঁড়ে বের হয়ে যায়। বিষয়টি আমি মমিনের বাবার কাছে বললে, এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে সে সবার অগোচরে ওই ভবনের অষ্টম তলায় নির্মাণাধীন লিনটনে রশি পেঁচিয়ে ফাঁস নেয়।

মমিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সর্বসন গ্রামের মো. সোহেলের ছেলে। বর্তমানে সিপাহীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক বছর বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রিকশাচালক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close