reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

মেডিকেল ক্যাম্প

রংপুর ব্যুরো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি সংস্থা আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে বড়াইবাড়ি বাজার-সংলগ্ন আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে ২ শতাধিক অসহায় নারী ও পুরুষকে চিকিৎসা প্রদান করা হয়। আশার গঙ্গাচড়া অঞ্চলের এস আর এম সুরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন আশা বড়াইবাড়ি শাখা হেলথ সেন্টার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহিম, সমাজসেবক মোজাম্মেল হক প্রমুখ।

শাখা উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বাংলাদেশ কৃষি ব্যাংকের জগদল শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষি ব্যাংকের জগদল শাখার নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া বিভাগীয় অঞ্চলের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত। বাংলাদেশ কৃষি ব্যাংক জগদল শাখার ব্যবস্থাপক নিউটন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা রামকৃষ্ণ দেব নাথ, মাগুরা আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস, মাগুরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এম এম এ কাশেমসহ অন্যরা।

জরিমানা

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে গরুর দুধে পানি মেশানোর দায়ে সাইদুল ইসলাম নামের এক দুধ বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। অর্থদণ্ডপ্রাপ্ত সাইদুল উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কৃষক সমাবেশ

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান আবাদকারী শতাধিক কৃষকদের নিয়ে সমাবেশ করা হয়েছে। সোমবার বিকেলে গ্রীন বাংলা এগ্রোভেট লি. এর আয়োজনে এ কৃষক সমাবেশ হয়। সদর উল্লাপাড়া ইউনিয়নের গজারিয়া এলাকায় সবুজ ট্রেডার্সের মালিক জহুরুল ইসলামের উপস্থাপনায় কৃষক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন। প্রধান আলোচক হয়ে বক্তব্য দেন গ্রীন বাংলা এগ্রোভেটের নর্থ জোনের ডেপুটি সেলস ম্যানেজার অনুপ কুমার রায়।

সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাসহ সব ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর আয়োজনে অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মুহিন, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক আব্দুল মুবিন প্রমুখ।

মাঠ দিবস

কয়রা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত পুষ্টি সমৃদ্ধ বার্লির শস্যের ওপর খুলনার কয়রায় মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার বাগালী ইউনিয়নের উলা গ্রামে সরেজমিন কৃষি গবেষণা বিভাগ এই মাঠ দিবসের আয়োজন করে। সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কয়রা পাইকগাছার সংসদ সদস্য রশীদুজ্জামান।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close