আব্দুর রউফ, ধামরাই (ঢাকা)

  ১৮ মার্চ, ২০২৪

ধামরাইয়ে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে আহত, অভিযোগের পাঁচ দিনেও তদন্তে যায়নি পুলিশ

আহত আশরাফুল আলম এরশাদ (৪০)। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে আশরাফুল আলম এরশাদ (৪০) নামে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে ‘হত্যা চেষ্টার’ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগের পাঁচ দিনেও কাউকে আটক করেতে পারেনি পুলিশ।

এর আগে ১১ মার্চ সন্ধ্যায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৪ মার্চ) এরশাদের বড় ভাই আব্দুল বাশার বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রাজু মন্ডল।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্ব শক্রতার জেরে এরশাদকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ দায়ের করার পর ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়নি। হামলার শিকার এরশাদ উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলীর ছেলে। এ ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রাস্তার মধ্যে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। তবে এ ঘটনায় কাউকে চিনতে পারেননি এরশাদ।

ভুক্তভোগি এরশাদ বলেন, ‘বালিয়াপাড়া জালসা এলাকার দক্ষিণে এনকেএম ফ্যাশন নামে একটি গার্মেন্টসের পাশে একটি দোকান নির্মাণ করছি। সেই দোকান ভাড়ার নেওয়ার কথা বলে একটি মোবাইল ফোন নাম্বার থেকে কল দিয়ে আমাকে রাস্তায় যেতে বলেন। আমি বাড়ি থেকে রাস্তায় গেলে তিনজন রাস্তা দিয়ে কথা বলতে বলতে দক্ষিণ দিকে নিয়ে যান। এক সময় তারা আমার চোখের মধ্যে হাত দিলে আর চোখে কিছু দেখি না।’

এরশাদ বলেন, ‘দুর্বৃত্তরা আমার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা ফেলে পারিয়ে যায়। পরে প্রতিবেশি লোকজন আমাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’

ভুক্তভোগির বড় ভাই ও মামলার বাদী আবুল বাশার বলেন, ‘পূর্ব শক্রতার জেরে আমার ভাইকে মোবাইলে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। এ বিষয়ে আমি ধামরাই থানায় একটি অভিযোগ করেছি। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও তদন্তের জন্য থানা থেকে কোনো পুলিশ আসেনি।’

জানতে চাইলে থানার এসআই রাজু মন্ডল বলেন, ‘গাংগুটিয়া ইউনিয়নের বিট অফিসার আমি, সে জন্য অভিযোগ তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থল কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্র কাছে, সে জন্য থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্যার কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিষয়টি দেখার কথা বলেছেন। যদি কেউ না গিয়ে থাকে, তাহলে আমি গিয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,ধামরাই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close