দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

দীঘিনালায় শিক্ষার্থীদের মিনি ম্যারাথন 

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি কলেজের আয়োজনে শিক্ষার্থীদের মিনি ম্যারাথন।-প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় ৬ কিলোমিটারের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উদাল বাগান উচ্চবিদ্যালয় মাঠ থেকে বাবুছড়া সড়কে দৌড় শুরু হয়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীঘিনালা সদরের সিঅ্যান্ডবি মাঠে এসে শেষ হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ ম্যারাথনে অংশ নেন ১৪৫ জন প্রতিযোগী। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ জন প্রতিযোগী দৌড় শেষ করেন।

দীঘিনালা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ পর্বে মিনি ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুহৃয় চাকমা। দ্বিতীয় হন রুবেল আলী এবং তৃতীয় স্থান অর্জন করেন শামীম ফরহাদ।

এর আগে, উদাল বাগান উচ্চবিদ্যালয় মাঠে ম্যারাথনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা। দীঘিনালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দিলিপ কুমার চৌধুরী, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, প্রভাষক দুলাল হোসেন, প্রভাষক ফিলোলজিস্ট চাকমা, প্রভাষক রিপন চাকমা, প্রভাষক নবারুন চাকমাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,দীঘিনালা,ম্যারাথন,প্রতিযোগিতা,শিক্ষার্থী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close