ফরিদপুর প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

ফরিদপুরে একই রাতে দুটি গ্রামে ডাকাতি

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় একই রাতে দুই গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) মধ্য রাতের দিকে পৃথকভাবে এ ডাকাতি হয়। খবর পেয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে সালথা থানা-পুলিশ ও পরে বেলা ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ-তদন্ত-ক্রাইম বিভাগ) শৈলেন চাকমা দুটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, প্রথমে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে সাইফুর মোল্লার বাড়িতে রাত সাড়ে ১২টার দিকে বিল্ডিংয়ের পাশে থাকা গাছ বেয়ে দরজা ভেঙে বাড়ির সদস্যদের উড়না দিয়ে হাত-পা বেঁধে রাখে ৭ থকে ৮ জনের সঙ্গবদ্ধ ডাকাত দল। পরে ডাকাত দল ১০ ভরি স্বর্নালংকার, নগদ এক লাখ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে ভুক্তভোগীদের দাবি।

পরে রাত আড়াইটার টার দিকে একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমানের বাড়িতে ৫ থেকে ৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রথমে আতিকুর ও তার ছেলে সাইদুরকে মারধর করে হাত-পা বেঁধে সবকিছু লুটে নেয় তারা।

আতিকুর রহমানের ছেলে সাইদুর রহমান বলেন, অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় এক ঘণ্টা তারা তান্ডব চালিয়ে ঘরের সবকিছু লুটে নেয়। এ সময় ৬টি মোবাইল সেট সোনার গহনা ও নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, `আমরা এ ডাকাতির ঘটনা নিয়ে কাজ শুরু করেছি। আশা করি দ্রুত ডাকাত চক্র আইনের আওতায় আসবে। এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আরো ব্যাপকভাবে কাজ করতে পারব।'

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,সালথা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close