জামালপুর প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

জামালপুরে পাঁচ টন গমের বীজ জব্দ 

ছবি: প্রতিদিনের সংবাদ

জামালপুরে পাঁচ টন সরকারি বরাদ্দের গমের বীজ জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস অভিযান চালিয়ে পৌর সুপার মার্কেট থেকে অবৈধভাবে বিক্রি হওয়া এ গমের বীজ জব্দ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর পৌর সুপার মার্কেটের সামাদ এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে শহীদুল ইসলামের একটি গোডাউন থেকে সোমবার রাতের দিকে কালো বাজারে বিক্রি হওয়া এ গম জব্দ করে সদর উপজেলা প্রশাসন। পরে গোডাউনটি সীলগালা করা হয়।

সামাদ এন্টারপ্রাইজের মালিক শহীদুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘গেইট পাড়ের রোকনুজ্জামান নামে বাংলাদশে কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) এক ডিলারের কাছ থেকে রশিদের মাধ্যমে গম বীজগুলো ক্রয় করেছি। আমি কোনো অন্যায় করিনি।’

ইউএনও মেহনাজ ফেরদৌস এ বিষয়ে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিএডিসিকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close