বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২৪

বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা, তবু চলছে পাঠদান 

ছবি: প্রতিদিনের সংবাদ

নওগাঁর বদলগাছীতে রবিবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টর আরমান হোসেন। আজ সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমরা সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টায় আর সর্বোচ্চ সন্ধ্যা ৬টায় রেকর্ড করি।

এদিকে, সর্বনিম্ন তাপমাত্রায়ও উপজেলার সব কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে চলছে পাঠদান। তীব্র শীত উপেক্ষা করে বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা ও আসছে শিশু এবং শিশুদের অভিভাবকেরা। আবার অনেক বিদ্যালয়ে উপস্থিতি নেই বললেই চলে। সার্বিক পরিস্থিতি চিন্তা করে নওগাঁর বদলগাছীতে গত বুধবার ও বৃহস্পতিবার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল কিন্তু মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা ছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা যাবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,বদলগাছী,বিদ্যালয়,শীত,সর্বনিম্ন,তাপমাত্রা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close