দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২৪

দুর্গাপুরে ১১২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

ছবি: প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১১২ বোতল ভারতীয় মদসহ যুবক রিপন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রিপন মিয়া উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ পাচারের সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে উপজেলার কালিকাপুর বাজার এলাকা থেকে পাচারের জন্য ট্রাকের অপেক্ষায় থাকাকালে ১১২ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং ওই যুবক কে আটক করা হয়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ উদ্ধারসহ রিপন মিয়াকে আটক করা হয়। পরে তার নামে মামলা দায়ের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনার দুর্গাপুর,ভারতীয় মদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close