রামু (কক্সবাজার) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২৪

কক্সবাজারের রামুতে

‘ঘুষ নিয়েছি প্রমাণ নাই’: আনসার কর্মকর্তা 

উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজিনা আক্তার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ভিডিপির একাধিক সদস্যের কাছ থেকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার নামে ঘুষ হিসেবে ১ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজিনা আক্তারের বিরুদ্ধে। বুধবার (১৭ জানুয়ারি) কাউয়ারখোপ ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা আনোয়ারুল ইসলাম এ অভিযোগ করেন।

কাউয়ারখোপ ইউনিয়নের মহিলা মেম্বার ও দলনেত্রী নুরুনাহার এবং দলনেতা আনোয়ারুল ইসলামের একটি অডিও কথোপকথনে নুরনাহার বলেন, ‘প্রতিবছর নির্বাচনের দায়িত্ব পেতে আপাকে (আরজিনা আক্তার) টাকা দিতে হয়। প্রতিজনকে ১ হাজার টাকা করে দিতে হয়। প্রতিবছর টাকা দিয়ে আসছি। টাকা না দিলে ঝামেলা করে। এবারেও পাঁচ হাজার টাকা দিয়েছি আপাকে।’

নির্বাচনে ভিডিপির দায়িত্ব পালন করা মো. আলম (ছদ্মনাম) বলেন, ‘নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য আমাদের ৫ হাজার টাকা করে দিবে বলেছিল। এর জন্য আনসার ও ভিডিপি অফিসে ১ হাজার টাকা করে জমার কথা বলেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজিনা ।’

সাবেক রামু আনসার-ভিডিপির দলপতি বিপন বড়ুয়া বলেন, আরজিনা আক্তার প্রায় দশ বছর ধরে রামু উপজেলায় চাকরি করছেন। তার দুর্নীতি চরমে পৌঁছেছে। তার কারণে আমার বিরুদ্ধে পর্যন্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বারবার তার বিরুদ্ধে অভিযোগ আনলেও কোনো ব্যবস্থায় নেওয়া হয় না।’

জানা যায়, এবারের সংসদ নির্বাচনে প্রতি গ্রুপে ১২জন করে ৬৪টি গ্রুপে মোট ৭৬৮জন দায়িত্বে থাকার কথা কিন্তু সেখানে প্রতি গ্রুপে ১১ জন করে ৭০৪ জনকে দায়িত্ব দেওয়া হয়। প্রতি গ্রুপ থেকে ১জনের নামে ভূয়া কাগজপত্র বানিয়ে প্রায় ৬৪ জনের ৩ লাখ ২০ হাজার টাকা এবং প্রতি গ্রুপের দলনেতা থেকে ৫ হাজার টাকা করে ৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ আরজিনার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজিনা মোবাইল ফোনে বলেন, ‘কোনো প্রমাণ নেই আমি টাকা (ঘুষ) নিয়েছি। আর আপা বলতে আমি একজন নই। এখানে উপজেলা ও জেলা অন্য কর্মকর্তারাও আছে।’

এর আগে, ২০২২ সালের জুনে হওয়া দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ১ হাজার ৭০০ জন ভিডিপি-আনসার সদস্যের কাছ থেকে সিকিউরিটি মানির নামে ১ হাজার ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল আরজিনা আক্তারের বিরুদ্ধে। ওই সময় আনসার-ভিডিপি কর্মকর্তারা অফিস ঘেরাও করেছিল।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,রামু,ঘুষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close