শেরপুর প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

শেরপুরে ২টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে তিনটি আসনের দুটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) জয়ী হয়েছেন।

শেরপুর-১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছানুয়ার হোসেন ছানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক (নৌকা) পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা) ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহজাহান কিবরিয়া (মশাল) ৪ হাজার ৫৭৫ ভোট পেয়েছেন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এডিএম শহিদুল ইসলাম (নৌকা) ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএমএ ওয়ারেজ নাইম (ট্রাক) পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেরপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close