নিজস্ব প্রতিবেদক

  ৩১ মে, ২০২৩

শাহরাস্তিতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ।

কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে চাঁদপুরের শাহরাস্তিতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক ঢাকা খামার বাড়ির সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন সরেজমিন উইং মো. সাইফুল আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা, সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মামুন উর রশিদ।

প্রশিক্ষণে পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষি উন্নয়ন কল্পে কৃষকদেরকে কৃষি উৎপাদনে বিভিন্ন কোর্স প্রদান করা হয়।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রশিক্ষণ অনুষ্ঠিত,কৃষক,শাহরাস্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close