কক্সবাজার প্রতিনিধি
২৭ মে, ২০২৩
টেকনাফে ৪ মানব পাচারকারী দালাল গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের ১৯ জন নাগরিকসহ চার মানব পাচারকারী দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) রাত ১১টা ১০ মিনিটের দিকে টেকনাফ নাইট্যংপাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে টেকনাফ থানা পুলিশ।
শনিবার (২৭ মে) রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম প্রতিদিনের সংবাদকে এ তথ্য জানান৷ তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন নারী ৬ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছে৷
গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আব্দুল হালিম।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন