হবিগঞ্জ প্রতিনিধি

  ২৪ মে, ২০২৩

হবিগঞ্জে ফুটবল নিয়ে সংঘর্ষ, নিহত ১

মৃত ব্যক্তির প্রতীকী ছবি। গেটি ইমেজ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে চাচাতো ভাইয়ের হাতে মঈনুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

মঙ্গলবার (২৩ মে) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঈনুল মারা যান। তিনি ওই গ্রামের নুর ইসলামের ছেলে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার টুপিয়াজুরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের নুর ইসলামের সঙ্গে তার আপন ভাই তাজুল ইসলামের দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নুর ইসলামের ছেলে মঈনুল ইসলামসহ ১০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মঈনুলকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, সোমবার সন্ধ্যায় নুর ইসলামের ঘরে একটি ফুটবল খুঁজতে যান তার ভাতিজা মঈনুল ইসলাম। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে দুইপক্ষের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মঈনুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠান। সেখানে তার মৃত্যু হয়। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংঘর্ষ,হবিগঞ্জ,ফুটবল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close