
ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রীসহ ৪ জন নিহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও দুটি অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্রীসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন।
স্থানীয়রা জানান, নিহতরা তাদের বাড়ির সামনে সড়ক থেকে বোরাকে করে বাংলাবাজার যাচ্ছিলেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি দ্রুত যাত্রীবাহী বাস বোরাকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন বোরাকের চার যাত্রী। এছাড়াও এ ঘটনায় বোরাকের চালকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
পিডিএস/এমএইউ