গাইবান্ধা প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০২৩

পদযাত্রার নামে সহিংসতা, গাইবান্ধায় যুবলীগের বিক্ষোভ

ছবি : প্রতিদিনের সংবাদ

পদযাত্রার নামে বিএনপির সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ নেতাকর্মীরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগ কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গানাসাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, যুবলীগ নেতা খন্দকার তানভীর রায়হান তুহিন, খান মো. আমির হোসেন সোহেল, সনজিত বিশ্বাস, মোহিদুল ইসলাম মঞ্জু, রেজওয়ানুল রুহেল, শাহ রেওনেয়াজ পলাশ, আশরাফুল ইসলাম পলাশ, আবু বকর কাজল, মো. হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ২০১৪ সালে গাইবান্ধায় বাসে আগুন লাগিয়ে দিয়ে আটজনকে পুড়িয়ে হত্যা করে। রাস্তাঘাট বন্ধ করে গাছপালা কেটে সরকারি সম্পদ নষ্ট করে। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতকে আর কোনো সহিংস রাজনীতি করতে দেওয়া হবে না।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদযাত্রা,বিএনপি,সহিংস রাজনীতি,বিক্ষোভ,যুবলীগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close