নিজস্ব প্রতিবেদক ও লামা প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী 

বান্দরবানের লামায় শনিবার কোয়ান্টাম ফাউন্ডেশনের ক্যাম্পাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : প্রতিদিনের সংবাদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘একটি জাতির শিক্ষার যেমন দরকার আছে, তেমনি মানুষের সুস্বাস্থ্যেরও দরকার আছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, শুধু শারীরিকভাবে সুস্থতা নয় মানসিক, সামাজিক ও আত্মিকভাবে সুস্বাস্থ্যের ওপরও গুরুত্ব আরোপ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতে হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিপূর্ণ সুস্থতা বা টোটাল ফিটনেস নিয়ে কোয়ান্টাম কাজ করায় এ প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগের ফলেই বাংলাদেশ জাতি হিসেবে শারীরিক এবং মানসিকভাবে দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার ও অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানুষের কল্যাণে কাজ,স্থানীয় সরকারমন্ত্রী,মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close