কিশোরগঞ্জ প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২৩

কিশোরগঞ্জে প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা

ছবি : প্রতিদিনের সংবাদ

কিশোরগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের সময় ভুল চিকিৎসায় রূপালী আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

অপারেশনের কয়েক ঘণ্টা পর স্বজনরা জানতে পারেন, মৃত্যুর পর প্রসূতির লাশ গুম করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এরপর খবর পেয়ে আরেক হাসপাতালের মাঠ থেকে ওই প্রসূতির লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আল-হেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর ওই হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। রূপালী সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বড়খালের পাড় গ্রামের মো. পলিন ইসলামের স্ত্রী।

রূপালীর মামা শ্বশুর মো. শরীফ ও দেবর পাভেল জানান, চিকিৎসক আক্তার নাহার জ্যোতিকে দেখানোর জন্য রূপালীকে আল-হেরা ক্লিনিকে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার পর বলা হয় পেটের বাচ্চা বড় হয়ে গেছে। রূপালীর বাচ্চা কোনোভাবেই নরমালে হবে না, সিজার করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজার করানোর জন্য রবিবার বিকেলে রূপালীকে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসক আক্তার নাহার জ্যোতি, নাজমুল হাসান সোহেল, মাহমুদাসহ তিন থেকে চারজন রূপালীর সিজার করেন। রাত ৭টার দিকে অপারেশন থিয়েটার থেকে এক ব্যক্তি বের হয়ে বলেন ছেলে বাচ্চা হয়েছে। তারপর প্রসূতি রূপালীর কথা জিজ্ঞেস করলে সুস্থ আছেন বলে তাড়াহুড়ো করে অপারেশন থিয়েটারে ঢুকে পড়েন। দুই-তিন ঘণ্টা অপেক্ষা করার পরও রূপালীকে দেখতে পারেননি তারা। রাত সাড়ে ১০টার দিকে স্বজনরা জানতে পারেন রূপালী ভুল চিকিৎসায় মারা গেছে ও তার লাশ গুম করে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে গেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাসপাতাল সিলগালা,কিশোরগঞ্জ,প্রসূতির মৃত্যু,ভুল চিকিৎসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close