মৌলভীবাজার প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারে ভুয়া চিকিৎসকের সাজা

ছবি : সংগৃহীত

নেই প্রয়োজনীয় অনুমোদন। এমনকি ড্রাগ লাইসেন্স। খুলে বসেছেন চেম্বার। মজুত করে রেখেছেন দেশি বিদেশি ভেজাল ওষুধ। মৌলভীবাজারের কুলাউড়ায় এমন এক হারবাল চিকিৎসককে জেল জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে নিম্নমানের ওষুধ মজুত ও বিক্রয়ের অপরাধে তাকে জেল জরিমানা করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক প্রতিদিনের সংবাদকে জানান, দেলোয়ার হোসেন নামের ওই ইউনানি চিকিৎসককে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান জানান, সোমবার (৫ ডিসেম্বর) কুলাউড়া উপজেলা সদরের উছলাপাড়ায় ইন্ডিয়া হারবাল সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিম্নমানের ওষুধ মজুদ ও বিক্রি এবং অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রির অপরাধে দেলোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠান থেকে প্রায় এক লাখ টাকার নিম্নমানের ওষুধ, পোস্টার ও মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আগুনে ধ্বংস করা হবে। দেলোয়ার হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেম খানের ছেলে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,চিকিৎসক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close