সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২২

ককটেল বিস্ফোরণে সিএনজিতে আগুন, আটক ৩

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে ককটেল বিস্ফোরণে সিএনজিতে আগুন লাগে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছেন থানা পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-সিংগাইর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিংগাইর পৌর এলাকার ২নং ওয়ার্ড আজিমপুর রংয়ের বাজার এলাকার মৃত.গরীবুল্লাহর ছেলে হাজী আব্দুল গফর ওরফে বাবর আলী (৬০), সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর (তালতলা) গ্রামের মৃত.দলিল উদ্দিনের ছেলে আবু ছালাম (৪৫) একই গ্রামের হিসাব উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩৬)।

জানা গেছে, শনিবার রাত পৌনে ৯ টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ২০-২৫ জনের একটি দূর্বৃত্তকারী দল দেশীয় ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় রাস্তার পাশে থাকা ১টি সিএনজিতে আগুন লাগে। বিষয়টি মূহুর্তে এলাকায় জানাজানি হলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় থানায় ১টি নাশকতা মামলা হয়। পরে রাতেই থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জন আটক করে।

এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) সুমন কুমার আদিত্য মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আহবানে ঢাকা সমাবেতর হয়ে ঢাকাসহ সারা দেশ অচল করার লক্ষ্যে তাদের ঝটিকা মিছিল।

তিনি আরও বলেন, মহরার মাধ্যমে শক্তি প্রর্দশন ও তাদের পেশি শক্তি কতটুকু এটা প্রকাশ করার জন্য এ ঘটনা ঘটিয়েছে তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close