টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২২

টঙ্গীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র খোয়া

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীর উত্তরপত্র খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম ইমন, রোল নম্বর ১৫৯৩৭৭। সে টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়।

কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে উত্তরপত্র গণনায় একটি কম পাওয়া যায়। পরে সেটি খুঁজে কোথাও না পেয়ে ওই উত্তরপত্রের পরীক্ষার্থীকে গাজীপুরের গাছা থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ড বগারটেক এলাকার বাসা থেকে ডেকে কেন্দ্রে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে উত্তরপত্র পরীক্ষা হলে জমা দিয়েছে বলে জানায়। কিন্তু এরপরও সন্দেহজনকভাবে তাকে কেন্দ্রে ছয় ঘণ্টা আটকে রাখা হয়। পরে তার কলেজের শিক্ষকরা কেন্দ্রে গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

এ ব্যাপারে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আলাউদ্দিন মিয়া বলেন, তার কেন্দ্রে মোট পরক্ষার্থীর সংখ্যা ৭৮০ জন। বৃহস্পতিবার পরীক্ষা শেষে লিখিত পরীক্ষার উত্তরপত্র গণনায় ৭৭৯টি পাওয়া যায়। পরে খোয়া যাওয়া উত্তরপত্রের পরীক্ষার্থী ও তার অভিভাবককে বাড়ি থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সে উত্তপত্র বাইরে নিয়েছে কী না জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে এবং পরীক্ষা শেষে যথানিয়মে কক্ষ পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা দিয়েই কেন্দ্র ত্যাগ করেছে বলে জানায়। ঘটনাটি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন বলেন, আমাদের পরীক্ষার্থী যথানিয়মে পরীক্ষা দিয়ে উত্তরপত্র হলে জমা দিয়েই কেন্দ্র ত্যাগ করেছে। তার উত্তরপত্র খোয়া যাওয়ার দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্র কর্তৃপক্ষের। অথচ আমাদের পরীক্ষার্থীকে অন্যায়ভাবে দীর্ঘ ছয় ঘণ্টা কেন্দ্রে নিয়ে আটকে রাখা হয়েছিল। পরে আমরা গিয়ে তাকে ছাড়িয়ে আনি।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসিনা আক্তার ও জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, উত্তরপত্র খোয়া যাওয়ার বিষয়টি তাদের জানানো হয়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,উত্তরপত্র খোয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close