মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২২

মুন্সীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ছবি: প্রতিদিনের সংবাদ

মুন্সীগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে শহরের দেওভোগে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, মিরকাদিম পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম মাওলা তপন, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু প্রমুখ।

এদিকে এই মেলা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এই বছর এ জেলায় সরকারের বিভিন্ন দপ্তরের ৪৮টি স্টল ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নিয়েছেন। এসব স্টলের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুন্সীগঞ্জ,ডিজিটাল,মেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close