শালিখা (মাগুরা) প্রতিনিধি :

  ২৮ সেপ্টেম্বর, ২০২২

তথ্য অধিকার দিবস উপলক্ষে শালিখায় আলোচনা সভা

ছবি : প্রতিদিনের সংবাদ

‘তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সভা কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃ্ন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রতিটা মানুষের মৌলিক চাহিদার প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে তথ্য কতটা গুরুত্বপূর্ণ—সে বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে সম্যক ধারনাও দেন।

এ সময় বক্তারা বলেন, মানুষের নিজ প্রয়োজনে তথ্য জানতে চাওয়া এটি মানুষের সাংবিধানিক অধিকার, তাই তথ্য কি এবং তথ্যের প্রয়োজনীয়তা, তথ্য অধিকার আদায়ে নানাবিধ দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তথ্য অধিকার দিবস,শালিখা,আলোচনা সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close