ফেনী প্রতিনিধি :

  ১৯ সেপ্টেম্বর, ২০২২

ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : সংগৃহীত

ফেনীতে মাদক মামলায় মো. জাবের (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জারমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও মো. রাজিব (৩০) নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার ফতেহপুর এলাকায় জাবের ও রাজিবকে ৩০ বোতল ও ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে ফেনী সদর থানার পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলায় সরকারপক্ষের আইনজীবী জানান, আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পর থেকে দীর্ঘ ১১ বছর পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময়ও তারা অনুপস্থিত ছিলেন। তারা যখন আদালতে আত্মসমর্পণ করবেন অথবা গ্রেপ্তার হবেন তখন থেকে তাদের সাজা কার্যকর হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেনী,মাদক মামলা,যাবজ্জীবন কারাদণ্ড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close