reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২২

ভাড়া বাড়ল লাইটার জাহাজের

ডিজেলের দাম বাড়ায় দেশের ভেতর পণ্য পরিবহনে জন্য চলাচলকারী লাইটার জাহাজের ভাড়া বাড়ল। ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যের ২২ শতাংশ ও দেশের অন্যান্য গন্তব্যের ১৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) লাইটারেজ জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী কমিটির জরুরিসভায় এ ঘোষণা দেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ আশপাশের গন্তব্যের জন্য এ ভাড়া বাড়ানো হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী—চট্টগ্রাম থেকে ঢাকা-বরিশাল এবং চাঁদপুর রুটে ২২ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকার বাইরে অন্য রুটে ১৫ ভাড়া শতাংশ বাড়ানো হয়েছে। তবে, চট্টগ্রামের স্থানীয়ভাবে পণ্য পরিবহনের জন্য ভাড়া বাড়ানো হয়নি। একমাস পর্যবেক্ষণ শেষে চট্টগ্রামে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৬ আগস্ট থেকে বর্ধিত এ ভাড়া কার্যকর হবে।

২২ শতাংশ হারে ভাড়া বাড়ানোর কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলে নৌপথে লাইটারেজে পণ্য পরিবহনে টনপ্রতি ১০৫ টাকা করে ভাড়া বেড়েছে। এ গন্তব্যে আগে টনপ্রতি ভাড়া ছিল ৪৭৮ টাকা। এখন ৫৮৩ টাকায় উন্নীত হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাইটার জাহাজ,ভাড়া বৃদ্ধি,চট্টগ্রাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close