reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০২২

জোয়ারে পানিতে প্লাবিত হচ্ছে সুন্দরবন

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমা তিথির জোয়ারে দিনে দুইবার প্লাবিত হচ্ছে সুন্দরবন ও আশেপাশের অঞ্চল। গতকাল ও আজ বৃহস্পতিবারের (১১ আগস্ট) জোয়ারে অন্তত ২ থেকে ৩ ফুট পানি উঠে যায় সুন্দরবনের মধ্যে। তবে অস্বাভাবিক এই জোয়ারের পানিতে কোনো প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির। তিনি বলেন, ‘গেল দুই দিন ধরে জোয়ারের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে পানি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানিতে করমজলসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে কোনো প্রাণীর ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গপসাগরে সৃষ্ঠ লঘুচাপের প্রভাবে জোয়ারের পানি এভাবে বৃদ্ধি পাচ্ছে। জোয়ারের পানিতে দিনে দুই বার প্লাবিত হচ্ছে সুন্দরবন।’

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের মধ্য প্রদেশে অবস্থান করছে। ক্রমশ দূর্বল হয়ে যাচ্ছে। তারপরও লঘুচাপটির প্রভাবে সুন্দরবন, মোংলা সমুদ্র বন্দরসহ বঙ্গোপসাগর উপকূল জুড়ে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়া জোয়ারের পানিও স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জোয়ারে পানি,প্লাবিত,সুন্দরবন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close