reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

ঘরে ফিরেও শান্তি নেই বানভাসিদের

ছবি : সংগৃহীত

সিলেটে বন্যার পানি নামতে শুরু করায় ঘরে ফিরতে শুরু করেছেন অনেকে। তবে, বসতঘরে পড়ে থাকা নোংরা-আবর্জনা তৈরি করেছে নতুন দুর্ভোগের। স্যাঁতস্যাতে ঘরে বাসা বেঁধেছে ব্যাঙের ছাতা। মাথা গোঁজার ঠাঁই হারানো মানুষেরা দাবি করেছেন দ্রুত পুনর্বাসনের।

তারা জানান, এত ময়লা আবর্জনা পরিষ্কার করার কোনো উপায় নাই। মানুষের বাসায় তো এতোদিন থাকাও সম্ভব না। আমাদের সব কিছুই নষ্ট হয়ে গেছে।

তারা আরও জানান, আমাদের সবকিছুই পানির নিচে চলে গেছে। আমাদের এখন পুনর্বাসন দরকার। তাহলেই আমরা স্বস্তি ফিরে পাবো।

এদিকে, কুশিয়ারা নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় গোপালগঞ্জ, কানাইঘাট, বালাগঞ্জ, জকিগঞ্জসহ আরও কিছু জায়গায় কমেনি বন্যার পানি। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ পৌঁছালেও বানভাসিদের জোড় দাবি পুর্নবাসনের।

সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, আমাদের আপাতত পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুযায়ী এ বিষয়ে কাজ শুরু করা হবে।

জেলা প্রশাসকের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বন্যায় সিলেটে ৬১৪টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন প্রায় আড়াই লাখ মানুষ। এরমধ্যে বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত বাড়ি ফিরেছেন এক লাখ ২৫ হাজার মানুষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,বন্যা,বানভাসি,দুর্ভোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close