দৌলতখান (ভোলা) প্রতিনিধি

  ২৩ মে, ২০২২

বিকল্প জীবিকার জন্য ১৫ জেলে পেল বকনা বাছুর

ছবি : প্রতিদিনের সংবাদ

ভোলার দৌলতখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা চত্বরে মৎস্য বিভাগের উদ্যোগে ১৫ জন প্রান্তিক জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষদের ভালোবাসেন। এজন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপহারস্বরূপ উপজেলার জেলেদের মাঝে বিনা মূল্যে বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকেন। এসময় মহান আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এমপি মুকুল।

সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন সহ অনেকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলা,দৌলতখান,বকনা বাছুর,বিকল্প জীবিকা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close