গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

  ০৮ মে, ২০২২

গঙ্গাচড়ায় ‘সরকারি চাকরির প্রভাব খাটিয়ে’ বালু উত্তোলন

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুরের গঙ্গাচড়ায় সরকারি চাকরির প্রভাব খাটিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে।

তিনি ও তার ভাই পাইকান কুটি আলহাজ্ব তমেরিয়া দাখিল মাদ্রাসার কৃষি শিক্ষক হাফিজুল ইসলাম দীর্ঘদিন থেকে তাদের বাড়ি সংলগ্ন উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান কুটি পাড়ায় ঘাঘট নদীতে মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন।

স্থানীয়দের খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা রবিবার (৮ এপ্রিল) অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে উত্তোলন কৃত বালু জব্দ করেন।

হাবিবুর রহমান তার জড়িত থাকার বিষয়টি কৌশলে এড়িয়ে বলেন, আমাদের নিজস্ব পুকুর থেকে ছোট ভাই হাফিজুল ইসলাম স্বপন মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, অবৈধ বালু উত্তোলনের সাথে উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা হাবিবুর রহমানের জড়িত থাকার কথা স্থানীয়দের মুখে শুনেছি বিষয়টি আমি কৃষি কর্মকর্তাকে অবগত করবো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বালু উত্তোলন,সরকারি চাকরির প্রভাব,গঙ্গাচড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close