আনোয়ারা প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২২

আনোয়ারায় ২১৬০ শিক্ষার্থী পেল ফাইজারের টিকা

প্রথম ধাপে চট্টগ্রামের আনোয়ারায় ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ২৩ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা।

সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জন্ম-নিবন্ধনের সনদের মাধ্যমে শিক্ষার্থীরা এই টিকার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ করছে।

সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন একাডেমিক সুপার বাইজার নাজমুলসহ প্রমুখ।

টিকা গ্রহণ শেষে আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসিন হেলাল রাফি জানান, আমরা ফাইজারের টিকা পেয়ে অনেক খুশি। প্রথম দিকে ব্যথা লাগবে ভেবে ভয় পেয়েছিলাম, কিন্তু কখন যে টিকা দিয়ে দিয়েছে বুঝতেই পারিনি, টিকা নিতে পেরে আমার ভালো লাগছে।

দশম শ্রেণির শিক্ষার্থী ইরফানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা টিকা পেয়ে খুব খুশি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, বিদ্যালয় অনুযায়ী টিকা প্রদানের ব্যবস্থা করেছি। প্রথম দিনে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের ২১৬০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১৭ জানুয়ারি পর্যন্ত উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩ হাজার ৪৯৫ শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলার স্কুল কলেজের ১২ থেকে ১৭ বছরের সব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এই টিকার যাবতীয় কার্যক্রম করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। আমরা শুধু টিকা সংরক্ষণ প্রয়োগের কাজ করছি।

তিনি আরও বলেন, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এই টিকা সংরক্ষণের মতো কোনো ফ্রিজ নেই। তাই সব শিক্ষার্থীদের উপজেলা পরিষদে এসে টিকা নিতে হবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফাইজারের টিকা,আনোয়ারা,করোনাভাইরাস,মহামারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close