reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০২১

হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেডিকেল সেন্টারে একটি অক্সিজেন সিলিন্ডার ও একটি পালস অক্সিমিটার হস্তান্তর করেছেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের উপস্থিতিতে চীফ মেডিকেল অফিসার ডা. মো. নজরুল ইসলামের কাছে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটারটি হস্তান্তর করেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সহকারী পরিচালক ড. মো. হাসানুর রহমান (রাজু) প্রমুখ।

হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার তুর্য লিটন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নাজমুল হোসেন, মাসুমা বৃষ্টি, ওয়াহিদা তাবাসসুম, সঙ্গীতা রয়, পুজা, ফজলে রাব্বি জীবন, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, সানজিদা সুমনা, রেজওয়ানা পারভীন কলি, আরমান হোসেন পলাশসহ অন্যান্য সদস্য।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাবিপ্রবি,গ্রীন ভয়েস,অক্সিজেন সিলিন্ডার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close