পটুয়াখালী প্রতিনিধি

  ২০ জুলাই, ২০২১

পটুয়াখালীতে সৌদির সাথে মিল রেখে ঈদুল আযহা

সৌদির সাথে মিল রেখে একদিন আগে এবং সোমালিয়া, ইকোডোর, নাইজেরিয়া ও পাকিস্তানের কিছু জায়গার সঙ্গে মিল রেখে সদর উপজেলার বদরপুর দরবার শরীফ এলাকার কিছু সংখ্যক পরিবার ঈদুল আযহা উদযাপন করেছে।

মঙ্গলবার সকাল ৯টায় বদরপুর দরবার শরিফে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আবদুল গনি। নামাজ শেষে তারা পশু কোরবানি করেন।

জানা যায়, তারা ১০০ বছর পূর্বে থেকে সৌদির সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা এবং ঈদ-পালন করেছে। এলাকায় এরা হানাফি ও মাজহারের অনুসারী হিসেবে পরিচিত।

এ ছাড়াও কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া, মাঝিবাড়ি, দেবপুর, পাটুয়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, সাফাখালী, তেগাছিয়া, আরামগঞ্জ, পাঁচজুনিয়া, চালিতাবুনিয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, গলাচিপা উপজেলার ডাকুয়া, ফুলখালী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সাবুপুরা ও আমিরাবাদ এলাকার অর্ধলক্ষ লোক আজ পবিত্র ঈদুল আযহা পালন করছেন। এরা সকলে বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈদুল আযহা,পটুয়াখালী,কোরবানি,ঈদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close