প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ জুন, ২০২১

সারাদেশে ৫৩ হাজার ৩৪০ পরিবার পেল জমিসহ ঘর

প্রতীকী ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গৃহহীন অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুই শতক জমিসহ ঘর প্রদানে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে ঘর দেয়া হয়েছে। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর করেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ৪৮১ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, এনডিসি মুরাদ হোসেন, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্বা আলহাজ কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি বীর মুক্তিযোদ্বা আলহাজ ইসাহাক আলী উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আরো ২ হাজার ৬১৯টি ভূমি ও গৃহহীন পাকা বাড়ি পেয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীর পক্ষে গৃহহীনদের কাছে জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল ওদুদ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ রুহুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, ইউএনও ইফফাত জাহান প্রমুখ।

ভোলা : প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্বিতীয় ধাপে ঘর পেলেন ৩৭১ গৃহহীন ও ভূমিহীন পরিবার। অনুষ্ঠানে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৈফিক ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু প্রমুখ।

বগুড়া: বগুড়ায় জমিসহ ঘর পেয়েছেন ৮৫৭টি পরিবার। এ সময় সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) প্রমুখ উপস্থি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া : প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্বিতীয় ধাপে ৬৮১ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছে। গতকাল গৃহহীনদের মাঝে এসব চাবি হস্তান্তর করা হয়। এ সময় ইউএনও পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা : প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার সাতটি উপজেলায় ১ হাজার ৪টি পরিবারের মধ্যে জমি ও ঘর দেওয়া হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিন তাদের হাতে চাবি তুলেন। এ সময় উপস্থিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, ইউএনও মো. আবদুর রাফিউল আলম প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে ১৮৬ জন ভূমি ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সদর ইউএনও এস এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রশিদ প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও লতিফা জান্নাতীর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, এসিল্যান্ড শাহন মাহামুদ, ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি প্রমুখ।

পঞ্চগড় : পঞ্চগড়ে ৭১৫ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, সদর ইউএনও আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সদর ইউএনও ফাতেমা-তুজ জোহরা প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে ১৫৮টি পরিবারকে ঘরের মালিকানা হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ, বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাহুর রহমান, শ্রীমঙ্গল ইউএনও মো, নজরুল ইসলাম, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে ১০ ভূমি ও গৃহহীন পরিবারকে বাড়ির চাবি ও জমির মালিকানার কাগজ হস্তান্তর করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও এস এম হাবিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি মোকছেদ আলী প্রমুখ।

রানীনগর (নওগাঁ) : নওগাঁর রানীনগরে ৩৩ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। ঘর হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, ওসি শাহিন আকন্দ প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় ৩০ ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পৌর সভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, ওসি মাসুদুর রহমান, ভাইস চেয়ারম্যান রোকয়া বেগম, জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছায় ৪০ ভূমি এবং গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ইউএনও শেখ শামসুল আরেফীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতআরা ফেরদৌস, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আজিজ, ওসি আজিজুল ইসলাম প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারীতে ৭০ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও নামজারি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ও ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহাজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ।

শৈলকুপা (ঝিনাইদহ) : শৈলকুপায় ২৯ ভূমি ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ইউএনও কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, ওসি জাহাঙ্গীর আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জের ২২০টি ঘর হস্তান্তর করা হয়েছে। ইউএনও আবু সাঈদের সভাপতিত্বে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন প্রমখু।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে ঘরের দলিল, খতিয়ান ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শাহদাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা প্রমুখ।

তানোর (রাজশাহী) : তানোরে গৃহহীন ১০৫টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল এসব ঘরের চাবি ও কবুলিয়ত দলিল সুবিধাভোগীদের হাতে তুলে দেন। এ সময়ে রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, ওসি রাকিবুল হাসান, পৌর মেয়র ইমরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

লোহাগাড়া (চট্টগ্রাম) : লোহাগাড়ায় ১৭০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। ইউএনও মো. আহসান হাবীব জিতুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ওসি জাকের হোসাইন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক সালাহ উদ্দিন হিরু, যুবলীগের আহ্বায়ক মুহাম্মদ জহির উদ্দিন প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : আত্রাইয়ে ১০ ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। চাবি হস্তান্তর করেন ইউএনও ইকতেখারুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও বরমান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, ওসি পলাশ চন্দ্র দেব প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে ঘর পাচ্ছে ২৫টি গৃহহীন পরিবার। ইউএনও তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, পৌর মেয়র আলহাজ আনিসুর রহমান প্রমুখ।

বাগাতিপাড়া (নাটোর) : বাগাতিপাড়ায় ১২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ দেওয়া হয়। ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহদুল ইসলাম গকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা ও মডেল থানার ওসি সিরাজুল ইসলাম।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ৫০টি ঘর উপহার দেওয়া হয়েছে। গতকাল অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি, দলিলসহ ঘর উপহার পেলেন। ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ন কবির, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান প্রমুখ।

বেড়া-সাঁথিয়া (পাবনা) : বেড়ায় ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারকে দুই শতক করে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। গতকাল ইউএনও মো. সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল হক (বাবু)। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

চৌগাছা (যশোর) : দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন-গৃহহীন ১০টি পরিবার ঘর পেয়েছেন। গতকাল গৃহহীনদের হাতে দরিল ও চাবি তুলে দেন ইউএনও এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় প্রমুখ।

ধুনট (বগুড়া) : ধুনটে গৃহহীন ও ভূমিহীন ১২০ পরিবারকে জমির দলিল হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত প্রমুখ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সারাদেশে,জমিসহ ঘর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close