ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৭ জুন, ২০২০

৮ বিএসএফ সদস্যসহ ১০ জন করোনা আক্রান্ত

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আগরতলা অংশে কর্মরত আটজন বিএসএফ সদস্যসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সবার স্বাস্থ্য সুরক্ষায় ভারত সরকার স্থলবন্দরের ভারতীয় অংশ আগামী ১২ জুন পর্যন্ত ছয় দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে।

ঘোষিত সময়ে বাংলাদেশ-ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া স্থলবন্দরের সমস্ত আমদানি-রফতানি কার্যক্রম বাণিজ্য বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ঘটনায় বাংলাদেশ অংশেও লকডাউন ঘোষণা করতে আখাউড়া উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও জানান, আখাউড়া স্থলবন্দর এলাকায় কর্মরত ভারতের আটজন বিএসএফ সদস্য, একজন স্বাস্থ্যকর্মী ও একজন কর্মচারীর শরীরে রোববার করোনা শনাক্ত হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,আখাউড়া স্থলবন্দর,আমদানি-রফতানি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close