মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট(কুমিল্লা) প্রতিনিধি

  ২৩ মে, ২০২০

নাঙ্গলকোটে এবার ১৪ ডাক্তারসহ করোনা আক্রান্ত ২৫

কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৪ ঘণ্টা৮ জন ডাক্তার ও ৬ স্বাস্থ্য কর্মীসহ ২৫ জন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুরো উপজেলায় ৪৬ জন করোনায় আক্রান্ত হলেন। নাঙ্গলকোটের বাসিন্দা আরও দুজনের রিপোর্ট লাকসাম উপজেলায় পজিটিভ আসে। সব মিলিয়ে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এযেন করোনার হটস্পট নাঙ্গলকোট।

শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ৮ জন, স্বস্থ্যকর্মী ৬ জন, পৌর সদরের হরিপুর গ্রামের ২ জন, রায়কোট দক্ষিণ ইউপির মালিপাড় ১ জন, পূর্ব বামপাড়ায় ১ জন, মৌকরা ইউপির চারিতুপায় ১ জন, ঢালুয়া ইউপির মন্নারায় ২ জন, দৌলখাঁড় ইউপির দেওভান্ডার ১ জন ও সোন্দাইল গ্রামে ১ জন।

শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গত বুধবার স্থানীয় লোকজন মারপথ জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। শনিবারে তারদের রিপোর্ট পজিটিভ আসে। অপরদিকে এ পর্যন্ত ৩ শত ৫০ জনের নমুনা সংগ্রহ করেছন উপজেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ৩ শ জনের রিপোর্ট আসে। এখনো ৫০ জনের রিপোর্ট বাকি রয়েছে। এনিয়ে পুরো উপজেলায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যে ওই এলাকার করোনা আক্রান্তদের বাড়িগুলো লকডাউন করা হবে। পাশাপাশি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। যাতে তারা পালাতে না পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাঙ্গলকোট,করোনা,আক্রান্ত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close