কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি

  ২৯ এপ্রিল, ২০২০

থানার বাউন্ডারির ঝোপ পরিষ্কার করে সবজি উৎপাদন

করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দেশে যাতে খাদ্যসামগ্রীর ঘাটতি দেখা না দেয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে দেশে ১ ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না।

এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীর নির্দেশক্রমে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে থানার বাউন্ডারির ভেতরে থাকা পতিত জমির ঝোপ জঙ্গল পরিষ্কার করে শাক-সবজি উৎপাদন এবং কৃত্রিম মিনি পুকুরের মাধ্যমে মৎস চাষসহ বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে।

এ প্রসঙ্গে কেন্দুয়া থানার (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন,পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী স্যারের নির্দেশনায় থানার পেছনে ঝোপ পরিষ্কার করে বিভিন্ন শাক-সবজি চাষ ও মিনি পুকুরে মাছ চাষ করা হচ্ছে। এতে আমরা সবাই বিষমুক্ত শাক-সবজি খেতে পারবো।

তিনি আরও বলেন,পুলিশের এই উদ্যোগ দেখে অন্যরাও যাতে আগ্রহী হন বাড়ির অঙ্গিনায় শাকসবজি চাষ করতে পারেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ রয়েছে ১ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে। সেজন্য প্রধানমন্ত্রী এই নির্দেশনাকে শতভাগ কাজে লাগানোর জন্য পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোণা,পুলিশ সুপার,সবজি চাষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close