কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২০

কালিয়াকৈরে ১৪৭ বিদেশফেরত কোয়ারেন্টাইনে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার এ পর্যন্ত ১৪৭ জন বিদেশফেরত প্রবাসী ও বিদেশ ভ্রমণকারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিনের মেয়াদ শের্ষ হওয়ায় ৮৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, এ পর্যন্ত ৪৭৯ জন দেশের বাইরে থেকে এ উপজেলায় প্রবেশ করেছে। কিস্তু সবাইকে কোয়ারেন্টাইনে আনা সম্ভব হয়নি। বাকি ৩২৫ জনকে খুব তাড়াতাড়ি কোয়ারেন্টাইনে আনার চেষ্টা চলছে। এ উপজেলায় এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রবীর কুমার সরকার জানান, কালিয়াকৈর উপজেলায় এ পর্যন্ত ১৪৭ জন বিদেশফেরতকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ৮৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা ১০ বেডের একটি আইসোলেশন কর্নার ব্যবস্থা করে রেখেছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোয়ারেন্টাইন,কালিয়াকৈর,বিদেশফেরত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close