চট্টগ্রাম ব্যুরো

  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

এশিয়ার বৃহত্তম সর্বাধুনিক কসাইখানা হচ্ছে চট্টগ্রামে

এশিয়ার বৃহত্তম এবং সর্বাধুনিক কসাইখানা নির্মিত হচ্ছে চট্টগ্রামে। এ ব্যাপারে শিগগিরই চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে প্রাণিসম্পদ অধিদফতরের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ৮৮ শতক জায়গা প্রাণিসম্পদ অধিদফতর বরাবরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে হস্তান্তর করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।

গতকাল শনিবার সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে প্রকল্প পরিচালক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন মতবিনিময় সভায় এ তথ্য জানান।

এ প্রকল্পে ১ ঘণ্টায় একসঙ্গে ১০০ পশু জবাই করা সম্ভব হবে। অপেক্ষায় রাখা যাবে ৩০০ পশু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, প্রজেক্ট পরিচালক পার্থ প্রদীপ সরকার, বিভাগীয় উপপরিচালক চট্টগ্রাম ডা. ফরহাদ আলী, প্রকল্পের চিপ টেকনিক্যাল কো-অডিনেটর ড. মো. গোলাম রব্বানী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেয়াজুল হক প্রমুখ।

মন্ত্রণালয়ের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্টের (এলডিডিপি) আওতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রাণিসম্পদ অধিদফতরে এ প্রকল্পের আওতায় দেশের তিনটি স্থানে আধুনিক কসাইখানা নির্মিত হবে। এ আধুনিক কসাইখানা প্রকল্পে মোট প্রকল্প ব্যয় ৪ হাজার ২শ কোটি টাকা। বিশ্বব্যাংক এ অর্থ যোগান দেবে। তবে চট্টগ্রামে নির্মিত হওয়া কসাইখানার জন্য খরচ হবে ৮৮ কোটি টাকা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কসাইখানা,চট্টগ্রাম,বৃহত্তম কসাইখানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close