ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ০২ নভেম্বর, ২০১৮

ধুনটে ১১ গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলার ১১টি গ্রামে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৫ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন থেকে ৩ হাজার ১৩ টি সংযোগ দেওয়া হয়েছে।

এতে উপজেলার মাধবডাঙ্গা, ভান্ডারবাড়ী, রামকৃষ্ণপুর, বড় চাপড়া, পাকুড়ীহাটা, পারধুনট, জোলাগাঁতী, ঈশ্বরঘাট, পীরাপাট, নান্দিয়ারপাড়া, গুয়াডহুরী শতভাগ বিদ্যুতায়ন হলো।

শুক্রবার উপজেলার ভান্ডারবাড়ী উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যুতায়নের উদ্বোধন করেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। পরে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন— উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ধুনট অঞ্চলের পরিচালক নাজমুল হুদা, ধুনট কার্যালয়ের সহ জেনারেল ম্যানেজার বিজয় চন্দ্র কুণ্ডু, উপজেলা আ. লীগের সহসভাপতি গোলাম সোবহান, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধুনট,১১ গ্রাম,বিদ্যুতায়ন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close