গাজীপুর প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

গাজীপুরে নিরাপদ পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্য পরিচর্যা নিয়ে কর্মশালা

নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে গাজীপুরের সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালা ও মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থঃস্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার একটি রিসোর্টে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিএসকের ওয়াস প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাহবুবুর রহমান, ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন অফিসার রত্না রানী দাস কর্মশালায় বক্তব্য রাখেন। এছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে গাজীপুরের নান্দুয়াইন, বাবুলের চালা, বাহাদুরপুর, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকাল কমিউনিটি স্যানিটেশন প্রক্লল্প, কমিউনিটি ক্লিনিক এবং বিদ্যালয়ে সংস্থার বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প ও কাজের অগ্রগতি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, ডিএসকে ১৯৮৯ সাল থেকে নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন, পুস্টি, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে কাজ করে আসছে এবং আগামি ২০২০ সাল পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সংন্থা নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগনের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে।

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গাজীপুরের কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,স্বাস্থ্য পরিচর্যা,কর্মশালা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close