reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ডিসেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে     

ফাইল ছবি

২৪ ডিসেম্বর। এ দিনে অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। উন্মোচন হয়েছে নতুন দিগন্তের; যা গুরুত্ব বহন করছে যুগ যুগ ধরে। সেই গুরুত্বের বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১২৫৮ : আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা, আব্বাসীয় রাজত্বের অবসান।

১৯০০ : লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯৫১ : ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৫৩ : দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।

১৯৭৩ : রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।

১৯৭৯ : প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।

১৯৮৬ : সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান।

জন্ম :

১৯০১ : বিখ্যাত সোভিয়েত লেখক আলেকজান্ডার ফাদেয়েভ।

১৯২৪ : মোহাম্মদ রফি, ভারতীয় সংগীতশিল্পী।

১৯২৬ : মোহাম্মদ সুলতান, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৫২ : আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

মৃত্যু :

৬৫৭ : সাহাবি হযরত হুজাইফা (রা.)।

১৫২৪ : পর্তুগিজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা

২০১৮ : দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সংগীতশিল্পী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close