reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০১৮

হেলে পড়া ভবন খালি করার নির্দেশ রাজউকের

অবশেষে রাজধানীর লালবাগ এলাকায় হেলে পড়া ৫ তলা ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। ২/ই জগন্নাথ সাহা রোডের ওই ভবনের ১০টি ইউনিটে অন্তত ৪৫ জন বসবাস করে আসছিলেন বলে লালবাগ থানার ওসি সুভাষ কুমার পাল জানান। তিনি বলেন, সতর্কতা হিসাবে রাজউক কর্মকর্তারা ভবনের বাসিন্দাদের সরে যেতে বলেছেন। রাজউক আবার অনুমতি দিলে পরিস্থিতি বুঝে তখন তারা ভবনে ফিরতে পারবেন। এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউর রহমান জানান, ভবন হেলে পড়ার খবর পেয়ে আজ রোববার বেলা আড়াইটার দিকে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজউকের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। রাজউকের অঞ্চল- ৫ এর অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, ভবনটি একটু কাত হয়ে গেছে। দুটো বিল্ডিং পাশাপাশি লেগে আছে, এটুকু বোঝা যাচ্ছে। আপাত দৃষ্টিতে একটু হেলে আছে মনে হচ্ছে। পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়া আর কিছু বলা সম্ভব না। ঝুঁকি এড়াতে ভবনটি খালি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা পুলিশের সহযোগিতায় ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে ভবনে তালা লাগিয়ে দেব। পরে বিস্তারিত পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজউক,খালি করার নির্দেশ,হেলে পড়া ভবন,লালবাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist