নিজস্ব প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য কমিটির সভা শুরু আজ

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যেকার চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভা আজ বুধবার শুরু হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এই সভার সমাপনী হবে কাল বৃহস্পতিবার। চার বছর পর অনুষ্ঠেয় এ সভায় উভয় দেশের বাণিজ্য সম্পর্ক আরো মজবুত করার উপায় পর্যালোচনা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের বিশেষ কয়েকটি পণ্য রফতানিতে থাইল্যান্ডের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হবে। থাইল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করা হবে। থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি দল এ সভায় যোগদানের জন্য ঢাকায় আসবে।

সভাটি অনুষ্ঠিত হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। এর আগে জেটিসির তৃতীয় সভা ২০১৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। এবারের সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সভায় বাংলাদেশে থাইল্যান্ডের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist