শাহ্জালাল ইসলামী ব্যাংকের পান্থপথ শাখা
সিএমএসএমই নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পান্থপথ শাখা প্রাঙ্গণে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের সহায়তায় গত মঙ্গলবার এ অনুষ্ঠান হয়। সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সাক্ষরতা নিশ্চিত করতে আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম। তিনি অর্থনৈতিক উন্নয়নে ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে এসএমই বিনিয়োগের ওপর জোর দেন। নারীদের আর্থিক স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরন্নবীসহ শাখার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"