নিজস্ব প্রতিবেদক

  ১১ ডিসেম্বর, ২০২৪

‘জেড’ গ্রুপের বিষয়ে যা জানাল বিএসইসি

শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ‘জেড ক্যাটাগরি’ সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কি উদ্যোগ নিয়েছে তা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

গত সোমবার শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ‘জেড ক্যাটাগরি’ সংক্রান্ত ইস্যুতে বিএসইসির উদ্যোগ ও প্রচেষ্টা শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে বিএসইসি। এতে বলা হয়, বিএসইসির উদ্যোগ ও প্রচেষ্টার ফলশ্রুতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরি ‘জেড’ থেকে ‘এ’-তে উন্নীত হয়েছে। বিএসইসির তড়িৎ পদক্ষেপ এবং আন্তরিক প্রচেষ্টার ফলেই ওই তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সের বিষয়টির কার্যকর সমাধান সম্ভব হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close