reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০২৪

ঢাকায় নতুন শাখা উদ্বোধন যমুনা ব্যাংকের

যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিংসেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ঢাকার সাংস্কৃতিককেন্দ্র ধানমন্ডির সাত মসজিদ রোডে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের ১৬৯তম ‘সাত মসজিদ রোড শাখা’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, শাহিন মাহমুদ, রেদোয়ান-উল করিম আনসারী, স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার, মো. আব্দুল জব্বার চৌধুরী, এম মুর্শিদুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এ ছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, প্রধান কার্যালয়ের অন্য কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close