reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০২৪

বিআইসিএমর রিসার্চ সেমিনার

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৩৯ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৪টায় ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্রাকটিশনার্স অ্যান্ড থিংকারস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস. এম. ইমতিয়াজ ভূঁইয়া। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইস্তেকমাল হোসেন, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবুদ্দিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক রাতুল কুমার সাহা। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close