reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০২৪

এসআইবি পিএলসির গ্রাাহক সমাবেশ

সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসির কেরানীগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত। গত মঙ্গলবার সভাটি অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও মোহাম্মদ শোয়েব, শরিয়াহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন। সমাবেশে প্রায় দুইশত গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত উপস্থিত গ্রাহকদের সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close